ইউক্রেনকে নতুন দফায় সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিল জার্মানি
2024-10-12 18:14:37


অক্টোবর ১২: বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে ও জার্মানি, চলতি বছরের শেষ নাগাদ, ইউক্রেনকে প্রায় ১৪০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। জার্মান চ্যান্সেলর গতকাল (শুক্রবার) বার্লিনে এ তথ্য জানান।

এদিন চ্যান্সেলর শোল্জ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেখা করেন। একই দিনে জার্মান ফেডারেল সরকার কর্তৃক জারিকৃত ঘোষণা অনুসারে, সামরিক সহায়তার মধ্যে থাকবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রধান যুদ্ধট্যাঙ্ক, যুদ্ধের ড্রোন এবং গোলাবারুদ। এ ছাড়া, জার্মানি ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দিতে, ২০২৫ সালের ফেডারেল বাজেটে ৪০০ কোটি ইউরো বরাদ্দ রাখবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)