চীনে নতুন প্রজাতির মাছ
2024-10-12 18:34:52


অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনে একটি নতুন প্রজাতির মাছ আবিষ্কার করেছেন চীনা গবেষকরা। সম্প্রতি আবিষ্কৃত রঙিন মাছটির নাম রাখা হয়েছে অপসারিচথিস ইরিডেসেনস।


আবিষ্কারটি আন্তর্জাতিক একাডেমিক জার্নাল জুকিজ-এর সাম্প্রতিক সংস্করণে প্রকাশিত হয়েছে। চেচিয়াং ফরেস্ট রিসোর্স মনিটরিং সেন্টার ও আরও কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় শাংহাই ওশান ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াং চিনছুয়ানের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়।


গবেষকরা জানান, এই নতুন প্রজাতির মাছটি এর নিকটতম প্রজাতির চেয়ে ১৪ শতাংশ ভিন্ন জিনগত বৈশিষ্ট্যসম্পন্ন। এটি চেচিয়াং প্রদেশের ছিয়ানথাং ও ওউচিয়াং নদী এবং ইয়াংজি নদীর নিম্নাঞ্চলে পাওয়া যায়।


ইয়াং জানালেন, স্রোতে বাস করা মাছটি মূলত জলচর পাখি এবং অন্যান্য প্রাণীর খাদ্য। নদীর পানি পরিশোধনেও ভূমিকা রাখে মাছটি। জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে প্রজাতিটিকে বাঁচানো জরুরি বলেও জানান তিনি। 


ফয়সল/শুভ


তথ্য ও ছবি: চায়না ডেইলি