অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: আধুনিকীকরণ প্রক্রিয়াকে যৌথভাবে এগিয়ে নিতে সিঙ্গাপুরের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। শুক্রবার একথা বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। লাওসের ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত পূর্ব এশিয়া সহযোগিতা বিষয়ক বৈঠকের ফাঁকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন লি।
লি উল্লেখ করেছেন, চীন ও সিঙ্গাপুর দীর্ঘকাল ধরে ঘনিষ্ঠ এবং উচ্চপর্যায়ের বিনিময় বজায় রেখেছে, উভয় দেশের নেতারা তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ সম্পর্কিত কৌশলগত বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছে এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।
লি বলেন, চীন সিঙ্গাপুরের সঙ্গে এই ঐতিহ্য অব্যাহত রাখতে এবং কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক।
চীনা প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় দেশই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকী। এ সময় সিঙ্গাপুরের সঙ্গে উন্নয়ন সমন্বয় বাড়ানো এবং পরিপূরক শক্তিগুলোকে কাজে লাগানো এবং সর্বাত্মক সহযোগিতার পথ দেখাতে আগ্রহী চীন।
উৎপাদন, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলোয় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, যুব স্তরে আদান-প্রদান আরও গভীর করার পরামর্শ দেন লি।
ওং বলেন, সিঙ্গাপুর-চীন সম্পর্ক ভালভাবে এগিয়ে চলেছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা যথেষ্ট অগ্রগতি করেছে। সিঙ্গাপুর দৃঢ়ভাবে এক-চীন নীতিকে সমর্থন করে, এবং তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার বিরোধিতা করে বলেও জানান ওং। তিনি আরও যোগ করেন, সিঙ্গাপুর চীনের সঙ্গে উচ্চস্তরের বিনিময় বজায় রাখতে, ক্রমাগত পারস্পরিক আস্থা বাড়াতে, অর্থনীতি, এবং জনগণের মধ্যে বিনিময়কে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ এবং ডিজিটাল অর্থনীতি অংশীদারিত্ব চুক্তিতে চীনের যোগদানের জন্য সিঙ্গাপুরের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী লরেন্স ওং।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন