অক্টোবর ১২: কলম্বিয়ার সফররত পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো, আজ (শনিবার) বেইজিংয়ে, চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে হান চেং বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ৪৪ বছর কেটে গেছে। এ সময়কালে দু’দেশের সম্পর্ক অনেক উন্নত হয়েছে। গত বছরের অক্টোবরে দু’দেশের প্রেসিডেন্টদ্বয় ‘চীন-কলম্বিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে কলম্বিয়ার অংশগ্রহণকে স্বাগত জানায়। কলম্বিয়াকে সাথে নিয়ে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ইচ্ছুক চীন।
জবাবে মুরিলো বলেন, কলম্বিয়া ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। কলম্বিয়া বিশ্বের দক্ষিণের দেশগুলোকে সাথে নিয়ে আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সুরক্ষায় কাজ করে যেতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)