তীব্র জিও-ম্যাগনেটিক ঝড়ের পূর্বাভাস দিলো চীন
2024-10-12 18:26:49

অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: তীব্র জিও-ম্যাগনেটিক ঝড়ের সতর্কতা জারি করেছে চীনের জাতীয় মহাকাশ আবহাওয়া কেন্দ্র। এর ফলে আগামী দুই দিনের মধ্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। বৃহস্পতিবার এ সর্তকতা জারি করে প্রতিষ্ঠানটি।

জিও-ম্যাগনেটিক ঝড় একটি ভূ-চৌম্বকীয় ঝড় বা সৌর ঝড় একটি 'স্পেস ওয়েদার' সম্পর্কিত ঘটনা যেখানে সূর্য থেকে বেশি মাত্রায় চুম্বকীকৃত কণা বের হয়। সূর্য থেকে করোনাল মাস ইজেকশন (সিএমই) হয়। এই গোলমালের কারণে মহাকাশে, রেডিও তরঙ্গ এবং বিদ্যুৎ ব্যবস্থায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫টি শক্তিশালী সৌর ঝড় হয়েছে। এই ঝড়গুলোর মধ্যে দুটি এক্স-ক্লাসের স্তরের ছিল। সৌর ঝড়গুলোকে শক্তির ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়, এ-ক্লাস সবচেয়ে দুর্বল, তারপরে বি, সি, এম এবং এক্স সবচেয়ে শক্তিশালী।

চীনের জাতীয় মহাকাশ আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সৌর ঝড়েরর কারণে আগামী দুই দিন ধরে রঙিন অরোরা দেখা যাবে, তবে ঝড়গুলোতে বিপদের সম্ভাবনা নেই।

আবহাওয়া কেন্দ্রের চায়না মেটিওরোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান পূর্বাভাসবীদ সোং ছিয়াও বলেন, ‘পৃথিবীর বায়ুমণ্ডল একটি ঢালের মতো কাজ করে, যা আমাদেরকে এক্স-রে এবং উচ্চ-শক্তির কণা থেকে রক্ষা করে।

শুভ/ফয়সল