অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: টেসলার শাংহাই গিগাফ্যাক্টরি ৩০ লাখ গাড়ি উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। শুক্রবার টেসলার শাংহাই গিগাফ্যাক্টরি এ তথ্য জানিয়েছে।
কোম্পানি জানায়, ৩০ লাখ উৎপাদিত গাড়ির মধ্যে এক তৃতীয়াংশ চীনের মূল ভূখণ্ডের বাইরে ইউরোপ এবং এশিয়া-প্যাসিফিক দেশগুলোসহ বিভিন্ন দেশে বিক্রি হয়েছে।
২০১৯ সালের জানুয়ারিতে টেসলা যুক্তরাষ্ট্রের বাইরে তার প্রথম গিগা ফ্যাক্টরি শাংহাই প্ল্যান্টটি নির্মাণ শুরু করে। ওই বছরের ডিসেম্বরে ফ্যাক্টরিটিতে প্রথম গাড়িটি তৈরি হয়।
তারপর প্রথম ৩০ মাসে শাংহাই ফ্যাক্টরি ১০ লাখ গাড়ি তৈরির প্রথম মাইলফলক অর্জন করে। আর ১৩ মাসেরও কম সময়ে আরও ১০ লাখ গাড়ি তৈরির মাইলফলক অর্জন করলো টেসলা।
নাহার/ ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া