মিউনিখে চীন-জার্মানি সাংস্কৃতিক যোগাযোগ কার্যক্রম
2024-10-12 17:18:09

অক্টোবর ১২: চীন ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র  উদ্যোগে, ‘চীন-জার্মানি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী সাংস্কৃতিক যোগাযোগ কার্যক্রম’ গতকাল (শুক্রবার) মিউনিখে আয়োজিত হয়। কার্যক্রমের মূল প্রতিপাদ্য: ‘স্থির ও সুদূরপ্রসারী অগ্রগতি; নতুন উন্নয়ন ত্বরান্বিতকরণ’।

সিএমজি’র উপপ্রধান সিং পো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সিএমজি জার্মানির বিভিন্ন মহলের বন্ধুদের সঙ্গে নিয়ে, দু’দেশের সম্পর্ক আরও উন্নত করতে এবং চীন-জার্মানি পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ইচ্ছুক। দু’দেশের যৌথ চিত্রগ্রহণ, মিডিয়া কার্যক্রম ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও অবদান রাখতে চায় সিএমজি।

জার্মানিতে চীনা রাষ্ট্রদূত চেং ইং রু অনুষ্ঠানে বলেন, বিগত ৫২ বছরে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে উন্নত হয়েছে; দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থাও অব্যাহতভাবে বাড়ছে। দু’দেশের মধ্যে বাস্তব সহযোগিতা ও সাংস্কৃতিক যোগাযোগ ফলপ্রসূ হয়েছে। তা ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দু’দেশ ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে আসছে, যা কেবল দু’দেশের জনগণের জন্য কল্যাণকর নয়, বরং চীন-ইইউ সম্পর্ক এবং বিশ্বের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্যও সহায়ক।

জার্মানির বাভারিয়া রাজ্যের সাবেক অর্থনীতি, শক্তি ও প্রযুক্তিমন্ত্রী ফ্রাঞ্জ জোসেফ পুশেলার বলেন, রাজ্যের অনেক প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ করে সাফল্য অর্জন করেছে। চীনা গণমাধ্যমের সাহায্যে জার্মান শাস্ত্রীয় সঙ্গীত চীনে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করা যায়, দু’দেশ সংস্কৃতি ও শিল্প ভাগাভাগির মাধ্যমে মৈত্রীর সেতু আরও শক্তিশালী করবে এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করবে।

এদিন কার্যক্রমের অংশ হিসেবে, সিএমজি’র ইউরোপ স্টেশন ও জার্মান ফোগো মিডিয়া গ্রুপ যৌথভাবে, চীন ও জার্মানির সাংবাদিকদের পারস্পরিক সফর বিনিময়ের একটি প্রকল্প উদ্বোধন করে। এ প্রকল্পের আওতায় জার্মান সাংবাদিকরা চীন ভ্রমণে আসবেন এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)