চীনের আন্তর্জাতিক বন্ধুত্ব সম্মেলনে অংশ নিলেন ওয়াং ই
2024-10-12 17:04:25


অক্টোবর ১২: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, চীনের আন্তর্জাতিক বন্ধুত্ব সম্মেলন ও চীনা জনগণের বৈদেশিক মৈত্রী সমিতি প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর ভোজসভায় অংশগ্রহণ করেন।

সভায় ওয়াং ই বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্পষ্টভাবে বলেছেন যে, জনগণ ইতিহাসের স্রষ্টা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কল্যাণের সাথে সংশ্লিষ্ট একটি ধারণা। এই ধারণা বাস্তবায়নে বিশ্বের সকল দেশের মানুষের অবদানকে স্বাগত জানায় চীন।

সভায় সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, কম্বোডিয়ার চীনা মৈত্রী সমিতির চেয়ারম্যান, এবং জাপান-চীন সাংস্কৃতিক বিনিময় সমিতির উপ-প্রধান পৃথক পৃথকভাবে বক্তব্য দেন। বৈশ্বিক শান্তিকে এগিয়ে নিতে, চীনের গুরুত্বপূর্ণ অবদানের কথা বলেন তাঁরা। বিশেষ করে, চীনা জনগণের বৈদেশিক মৈত্রী সমিতি বিভিন্ন দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও মৈত্রী বাড়াতে অপরিহার্য ভূমিকা পালন করছে বলে তাঁরা স্বীকার করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)