ভিয়েনতিয়েনে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে লাওস সংসদের সভাপতির সাক্ষাত
2024-10-12 17:27:11

অক্টোবর ১২: লাওস সফররত চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (শুক্রবার) ভিয়েনতিয়েনে, সেদেশের সংসদের সভাপতি যেসোমফোন ফোমভিহানে’র সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।  

সাক্ষাতে লি ছিয়াং বলেন, চীন ও লাওস সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং একে অপরের সুপ্রতিবেশী। স্বাধীনতা ও জাতিগত মুক্তির লড়াইয়ে দু’দেশ সবসময় একে অপরের পাশে থেকেছে। দু’দেশ সংস্কার ও উন্মুক্তকরণ এবং বিপ্লবের নতুন শর্তে একে অপরের সাথে অভিজ্ঞতাও শেয়ার করে। চীন লাওসের সাথে উচ্চ পর্যায়ের কৌশলগত যোগাযোগ জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রের সার্বিক সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক।

লি আরও বলেন, চীন লাওসের সাথে আইনগত সংস্থা পর্যায়ের যোগাযোগ জোরদার করতে চায়। দু’দেশের মধ্যে দেশ-প্রশাসন এবং আইন প্রণয়ন ও ত্বত্তাবধানের অভিজ্ঞতা বিনিময়-প্রক্রিয়া আরও জোরদার করতে হবে।

জবাবে লাও সংসদের সভাপতি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং তিনটি বিশ্ব প্রস্তাব আন্তর্জাতিক সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। লাওস এসব উদ্যোগ ও প্রস্তাব সমর্থন করে।

তিনি চীনকে স্থায়ীভাবে লাওসের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তার দেশ চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)