লাওসের প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক
2024-10-12 18:10:19

অক্টোবর ১২: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (শুক্রবার) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে, লাও পিপলস রেভোলিউশনারি পার্টির সাধারণ সম্পাদক ও সেদেশের প্রেসিডেন্ট থোংলুন সিসোলিথের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

লি ছিয়াং সুষ্ঠুভাবে পূর্ব এশিয়া সহযোগিতা সম্মেলন  আয়োজনের জন্য লাওসকে অভিনন্দন জানিয়ে বলেন, চীন ও লাওস একে অপরের সমাজতান্ত্রিক কমরেড ও ভাই। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৬০ বছরের বেশি সময়ে, দুই পার্টি ও দু’দেশের সম্পর্ক আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দু’দেশের প্রেসিডেন্টদ্বয় ঘনিষ্ঠ ও কৌশলগত পারস্পরিক যোগাযোগ বজায় রেখেছেন এবং নতুন যুগে চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখছেন।

লি ছিয়াং আরও বলেন, জাতীয় অবস্থা অনুসারে, একটি সমাজতান্ত্রিক পথ অনুসরণে লাওসকে দৃঢ়ভাবে সমর্থন করে যাবে চীন। লাওসের সাথে একে অপরের মূল স্বার্থ এবং বড় ইস্যুতে পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখতেও চীন ইচ্ছুক।

জবাবে লাও প্রেসিডেন্ট সিপিসি’র কুড়িতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের সুষ্ঠু আয়োজন ও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে বলেন, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি’র দৃঢ় নেতৃত্বে চীন উল্লেখযোগ্য ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। চীনের আন্তর্জাতিক প্রভাবশক্তি ক্রমশ বাড়ছে, যার ভূয়সী প্রশংসা করে লাওস।

তিনি আরও বলেন, তাইওয়ান, সিনচিয়াং ও সিচাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চীনের অবস্থাকে সমর্থন করে লাওস। চীনের তিনটা বৈশ্বিক প্রস্তাবও সমর্থন করে ভিয়েনতিয়েন। পাশাপাশি, চীনের সাথে আরও উচ্চ পর্যায়ের আদান-প্রদান বাড়াতে, নিজের জাতীয় উন্নয়ন কৌশল ও চীনের ‘বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ –এর সংযোগ ত্বরান্বিত করতে, দু’দেশের মধ্যে রেলপথসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে এগিয়ে নিতে, এবং মানবিক বিনিময় গভীরতর করতে লাওস ইচ্ছুক। (ওয়াং হাইমান/আলিম/ছাই)