চীনে তৈরি হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাসমান বায়ুকল
2024-10-11 20:42:13


অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনে তৈরি হলো ২০ মেগাওয়াটের ভাসমান উপকূলীয় বায়ুকল। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের শেয়াং কাউন্টিতে এর উৎপাদন কাজ শেষ হয়েছে। নির্মাণকারী প্রতিষ্ঠান সিআরআরসি করপোরেশন লিমিটেড বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। উৎপাদনে যাওয়ার পর এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী উপকূলীয় বায়ুকল।


বায়ুকলগুলোর একেকটি প্রপেলারের ব্যাস ২৬০ মিটার। মোট ৫ লাখ ৩১ হাজার বর্গমিটারের এলাকাজুড়ে ঘুরবে এটি। যা কিনা সাতটি ফুটবল মাঠের সমান।


বছরে ৬ কোটি ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বায়ু টারবাইনের একেকটি ইউনিট প্রায় ৩৭ হাজার পরিবারের বার্ষিক বিদ্যুতের চাহিদা মেটাবে। বছরে এর মাধ্যমে সাশ্রয় হবে ২৫ হাজার টন কয়লা এবং ৬২ হাজার টন কার্বন ডাই অক্সাইড নির্গমনও কমবে এতে।


বায়ু টারবাইনের রিয়েল-টাইম মনিটরিং করা যাবে। এর স্থিতিশীল কার্যক্রম নিশ্চিত করতে আছে একাধিক স্মার্ট কন্ট্রোল ও সেন্সিং প্রযুক্তি।


প্রচলিত উপকূলীয় উইন্ড টারবাইনগুলো সমুদ্রের তলদেশে একটি স্থির কাঠামোর ওপর তৈরি করা হয়। ভাসমান বায়ু টারবাইনগুলো ঢেউয়ের সঙ্গে সাথে প্রবাহিত হতে পারবে এবং এটি বায়ু শক্তির ভবিষ্যত প্রযুক্তিকেই ইঙ্গিত করে বলে জানালেন সিআরআরসি’র নতুন শক্তি প্রযুক্তি সহায়ক সংস্থার উপ মহাব্যবস্থাপক ওয়াং তিয়ান।


প্রকল্প সূত্র জানিয়েছে, ভাসমান বায়ুকলটি পূর্ব চীনের বোহাই সাগর উপকূলীয় প্রদেশ শানতোংয়ের তংইয়িং শহরে পরীক্ষা করা হবে। পরে গ্রিডে সংযুক্ত করার জন্য গভীর সমুদ্রে স্থাপন করা হবে।


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: সিসিটিভি