লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি একটি অগ্রাধিকার: ফু ছোং
2024-10-11 16:24:04

অক্টোবর ১১: লেবানন এবং ইসরায়েলের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ফ্রান্সের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল (বৃহস্পতিবার) একটি জরুরি বৈঠক করেছে। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বৈঠকে জোর দিয়ে বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অর্জনকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।

গত ৮ অক্টোবর লেবাননের আনসারিয়ায় ইসরায়েলি সামরিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফু ছোং বলেন,  গত কয়েক সপ্তাহে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়েছে। কয়েক ঘন্টা আগে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) অবস্থান এবং গার্ড টাওয়ারগুলোতে হামলা করেছে। তাতে  ইউনিফিল কর্মীরা আহত হয়েছেন। চীন এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। চীনের দাবি, ঘটনার তদন্ত করা, জবাবদিহি করা এবং এটি যাতে আর না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া। চীন পুনর্ব্যক্ত করে যে, সংঘাতের সকল পক্ষকে কার্যকরভাবে ইউএনআইএফআইএলসহ জাতিসংঘের সকল কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

(রুবি/হাশিম/সুবর্ণা)