জাতিসংঘে পেশ করা ‘বাধামুক্ত অবকাঠামো নির্মাণের’ বিষয়ে চীনের প্রস্তাব গৃহীত
2024-10-11 19:06:43

অক্টোবর ১১: আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৭তম অধিবেশনে ক্যামেরুন, হন্ডুরাস, পাকিস্তান ও তুরস্ক-সহ ৩০টি দেশের পক্ষে চীনের পেশ করা ‘বাধা-মুক্ত পরিবেশ নির্মাণ সবার জন্য মানবাধিকার উপভোগ’ শীর্ষক প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এই প্রথম জাতিসংঘ বাধা-মুক্ত অবকাঠামো নির্মাণের বিষয়ে বিশেষ রেজুলেশন গৃহীত হলো।

(জিনিয়া/তৌহিদ/ফেই)