ইউরোপিয়ান পার্লামেন্ট ‘মানবাধিকারের শিক্ষক’ নয়: চীনা মুখপাত্র
2024-10-11 21:33:46


অক্টোবর ১১: আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ইউরোপিয়ান পার্লামেন্টের ‘মানবাধিকারের শিক্ষক’ হাওয়ার যোগ্যতা ও অধিকার নাই।


চীনা মুখপাত্র জানান, চীনের মানবাধিকারের অবস্থা কেমন তা চীনের জনগণই বলতে পারে, ইউরোপিয়ান পার্লামেন্ট নয়। বর্তমানে সিনচিয়াংয়ের সমাজ স্থিতিশীল রয়েছে, অর্থনীতি উন্নত হচ্ছে, জনগণ সুখী জীবনযাপন করছেন। বর্তমানে সিনচিয়াংয়ের সবচেয়ে ভাল উন্নয়নের সময়। সিনচিয়াং বিষয়ক চীনের নীতি জনগণের সমর্থন পেয়েছে। এ বাস্তবতা কেউ অগ্রাহ্য করতে পারবে না। 


সিনচিয়াংয়ের তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রম’ একেবারে নাই। তবে ইউরোপিয়ান পার্লামেন্ট এই ভুয়া বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। তবে ইউরোপে গুরুতর মানবাধিকারের সমস্যা ইউরোপিয়ান পার্লামেন্টের চোখে পড়ছে না। গাজার মানবিক দুর্যোগও তারা উপেক্ষা করছে। যা আবারও তাদের ‘দ্বৈতনীতি’ প্রকাশ করে দেয়। 


ইউরোপিয়ান পার্লামেন্টকে চীনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে অপবাদ দেওয়া বন্ধ তাগিদ দেয় চীন। ইউরোপিয়ান পার্লামেন্টের উচিত মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপার ও বিচারিক সার্বভৌমত্ব হস্তক্ষেপ বন্ধ করা এবং মানবাধিকারের বিষয়ে দ্বৈতনীতি পরিহার করা। (আকাশ/তৌহিদ/ফেইফেই)