লেবাননে ইসরায়েলি আক্রমণের নিন্দা জানায় চীন
2024-10-11 19:02:40

অক্টোবর ১১: চীন লেবাননে নিযুক্ত জাতিসংঘের অস্থায়ী বাহিনীর অবস্থান এবং গার্ড টাওয়ারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আক্রমণের বিষয়ে গুরুতর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। এতে জাতিসংঘের কর্মীরা আহত হয়েছে।

আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর যে কোন ইচ্ছাকৃত আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৭০১ এর গুরুতর লঙ্ঘন। যা একেবারেই অগ্রহণযোগ্য এবং অবিলম্বে বন্ধ করা উচিত।

চীন এ ঘটনার তদন্ত করা, জড়িতদের জবাবদিহিতার ব্যবস্থা করা এবং এর পুনরাবৃত্তি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)