অক্টোবর ১১: আজ (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন পিন জানান, লাই ছিং দ্য’র সাম্প্রতিক ভাষণ তাইওয়ান প্রণালীর দু’পারের উত্তেজনা আরও বৃদ্ধি করেছে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা গুরুতরভাবে নষ্ট করেছে।
তিনি জানান, লাই ছিং দ্য তথাকথিত ‘গণতন্ত্র ও স্বাধীনতার’ অজুহাতে অব্যাহতভাবে ‘বিদেশি শক্তির ওপর নির্ভর করে বিচ্ছিন্নতার বাস্তবায়ন অনুসন্ধান করে’ এবং ‘সামরিক পদ্ধতিতে বিচ্ছিন্নতার অপচেষ্টা করে।’ তার এমন উস্কানিমূলক আচরণ হচ্ছে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হওয়ার প্রধান কারণ। যা তাইওয়ানবাসীর জন্য দুর্যোগ ডেকে আনবে।
মুখপাত্র বলেন, মাতৃভূমির সম্পূর্ণ একত্রীকরণ বাস্তবায়নের আত্মবিশ্বাস ও সক্ষমতা রয়েছে চীনের। কোনো মানুষ ও কোনো শক্তি জাতিগত পুনরুত্থান ও দেশের একত্রীকরণের ঐতিহাসিক ধারাকে বাধা দিতে পারবে না।
তিনি জানান, এক চীন নীতি ও ‘১৯৯২ ঐক্যমত্যের’ ভিত্তিতে, দৃঢ়ভাবে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী’ ও বাইরের শক্তির হস্তক্ষেপের দৃঢ়ভাবে বিরোধিতা করবে এবং মাতৃভূমির একত্রীকরণকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)