শিশুরা তাদের হৃদয়ে ধারণ করা চীনের ছবি এঁকেছে: চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর
2024-10-11 21:26:15

ঢাকা, অক্টোবর ১১, সিএমজি বাংলা : বাংলাদেশের শিশুরা চীন সম্পর্কে আরও বেশি করে জানবে, আরও বেশি বন্ধুত্ব করবে এবং চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরও বেশি উচ্চতায় নিয়ে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। শুক্রবার ‘হ্যালো চায়না’ শিরোনামে  ‘২৩তম বাংলাদেশ চিল্ডরেন আর্ট কমপিটিশন ২০২৪’ এর আসরে উপস্থিত হয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

সিএমজি বাংলাকে লি শাওফেং বলেন, এই প্রতিযোগিতায় শিশুরা তাদের হৃদয়ে ধারণ করা চীনের ছবি এঁকেছে।’ তিনি এ ধরনের অনুষ্ঠানে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। 

গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার ঢাকায় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে  শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানটির সহআয়োজক ছিল ঢাকাস্থ চীনা দূতাবাস, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এবং চায়না মিডিয়া গ্রুপ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। বক্তব্য রাখেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের প্রেসিডেন্ট আ স ম কামাল উদ্দিন, জেনারেল সেক্রেটারি এইচ এম জাহাঙ্গীর আলম রানা, মোহাম্মদ নাহিদ ইউসুফ, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. আবদুল মতিন তালুকদার চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক রেজওয়ান উজ জামান, প্রথম আলোর সাংবাদিক শেখ সাইফুর রহমান। 

অনুষ্ঠানে কয়েকশ শিশু ছবি আঁকায় অংশ নেয়। শিশুরা ছবিতে চীন ও বাংলাদেশের লোকজ সংস্কৃতি, প্রাকৃতিক দৃশ্য এবং বন্ধুত্বের বিষয়টি তুলে ধরে। 

শান্তা/ফয়সল