চীনের পরিষেবা বাণিজ্য বেড়েছে
2024-10-11 20:09:53

অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের বৃহত্তম পরিষেবা বাণিজ্যের বাজার চীন। চলতি বছরের প্রথম সাত মাসে এ খাতে ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি। বিশেষ করে ভ্রমণ পরিষেবায় প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


মন্ত্রণালয় বলছে, জানুয়ারি থেকে আগস্টে  ৪ দশমিক ৮৯ ট্রিলিয়ন ইউয়ানের পরিষেবা বাণিজ্য হয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি।


মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, প্রথম সাত মাসে ভ্রমণ পরিষেবাগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের তুলনায় এই খাতে বাণিজ্য বেড়েছে ৪৫ শতাংশ, যার অর্থমূল্য ১৩৩ কোটি ইউয়ান।পাশাপাশি জ্ঞান-ভিত্তিক পরিষেবার বাণিজ্য ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। 


নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং প্রযুক্তির অগ্রগতিই চীনা কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করছে।


নাহার/ফয়সল


তথ্য ও ছবি: সিসিটিভি