পরিবেশবান্ধব জাহাজের অর্ডার বেড়েছে চীনে
2024-10-11 21:01:15

অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম ৯ মাসে বিশ্বের পরিবেশবান্ধব জাহাজের যাবতীয় অর্ডারের ৭০ ভাগ পেয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।


পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনের হাত ধরে চীনা শিপইয়ার্ডগুলো জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫২ শতাংশ বেশি অর্ডার পেয়েছে। 


মন্ত্রণালয় জানিয়েছে, এতে করে চীনের পরিবেশবান্ধব জাহাজ উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৭১ লাখ ১০ হাজার ডেডওয়েট টনে, যা বিশ্বব্যাপী এ ধরনের জাহাজ উৎপাদনের ৭৪ দশমিক ৭ শতাংশ।


তথ্যে আরও জানা গেছে, ১৮টি প্রধান জাহাজের ধরন, যেমন কনটেইনার জাহাজ এবং তেল ট্যাঙ্কারগুলোর মধ্যে, চীন ৯ মাসে ১৪টি ধরনের মধ্যে অর্ডারের বিচারে প্রথম স্থানে রয়েছে। চীনের শিপইয়ার্ডগুলো ইতোমধ্যেই এ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলেও জানায় মন্ত্রণালয়।


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: চায়না ডেইলি