অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের ১৩৬তম ক্যান্টন ফেয়ার বা আমদানি-রপ্তানি মেলায় চীন ও বিদেশের ৩০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রতিবছরের মতো এবারও বাণিজ্যমেলাটি চীনের কুয়াংচৌ প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করছে। তিনটি পর্বে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।
এবারের মেলায় সাড়ে ১৫ লাখ বর্গ মিটার জায়গাজুড়ে ৫৫টি প্রদর্শনী এলাকা থাকবে।
মন্ত্রণালয় বলছে, এবারের সেশনে প্রায় ৩ লাখ ৯০ হাজারেরও বেশি ডিজিটাল এবং স্মার্ট পণ্য প্রদর্শিত হবে, যা গেল বছরের ক্যান্টন ফেয়ারের তুলনায় তিন গুণ বেশি।
এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলের প্রায় ১ লাখ ২৫ হাজার বিদেশি ক্রেতা ১৩৬তম মেলায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।
মন্ত্রণালয় বলছে, এবারের সেশনে ৭৫০টিরও বেশি বাণিজ্য বিষয়ক বিভিন্ন প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি এবারের মেলায় অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম আরও উন্নত করা হয়েছে।
১৯৫৭ সাল থেকে শুরু হয় এই আমদানি-রপ্তানি মেলা।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া