অক্টোবর ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ দুই ধরনের শিক্ষা ব্যবস্থা—করেসপনডেন্স এডুকেশন ও পার্ট-টাইম শিক্ষাব্যবস্থাকে একীভূত করে ‘নন-ফুল-টাইম’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী শরৎকালীন মৌসুম থেকে এটি কার্যকর হবে।
২০২৪ সালের জাতীয় প্রাপ্তবয়স্ক কলেজের প্রবেশিকা পরীক্ষার ঘোষণায় চীনের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
শিক্ষার্থীদের চাহিদা ও শিল্পের চাহিদার ওপর ভিত্তি করে অনলাইন ও অফলাইন শিক্ষাদান পদ্ধতির একটি নমনীয় সমন্বিত পদ্ধতি গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করছে মন্ত্রণালয়।
নতুন নীতিমালায় বলা হয়েছে, যারা শিক্ষা প্রদান অব্যাহত রাখবে তাদের প্রাপ্তবয়স্ক কলেজের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে একটি মানসম্মত ভর্তি প্রক্রিয়া থাকবে, পেশাদার শিক্ষার জন্য কিছু মৌলিক শর্ত বজায় রাখবে এবং সবাইকে একই মানের প্রশংসাপত্র প্রদান করবে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর প্রাপ্তবয়স্ক কলেজের প্রবেশিকা পরীক্ষার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ১ কোটি ২০ লাখে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে দশমিক ৫ শতাংশ বেড়েছে।
ফয়সল/শান্তা