বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানিয়েছে চীন
2024-10-11 19:07:54

অক্টোবর ১১: গতকাল (বৃহস্পতিবার) চীনা প্রতিনিধিদলের প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক সুন সিয়াও বো ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির অধিবেশনে সাধারণ বিতর্কে বক্তৃতা দেন।

জনাব সুন বলেন, বর্তমান বিশ্বে, কোনো দেশ একা থাকতে পারে না এবং নিরাপত্তা উপভোগ করতে পারে না। স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং ক্ষমতার রাজনীতি মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

জনাব সুন জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্রকে ব্যাপকভাবে নিষিদ্ধ ও পুঙ্খানুপুঙ্খভাবে ধ্বংস করা, পারমাণবিক অস্ত্রবিহীন একটি বিশ্ব প্রতিষ্ঠা করা এবং পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক যুদ্ধের হুমকি থেকে মুক্ত করা গোটা মানবজাতির সাধারণ স্বার্থে এবং বিশ্বের সব দেশের দীর্ঘকালের লালিত সাধারণ ইচ্ছা। চীন পরমাণু যুদ্ধ প্রতিরোধ এবং অস্ত্র প্রতিযোগিতা এড়াতে পাঁচটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের নেতাদের যৌথ বিবৃতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের সমন্বয়কারী দেশ হিসেবে, চীন অব্যাহতভাবে এজন্য ইতিবাচক প্রচেষ্টা চালাবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)