কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র আলোচনা
2024-10-11 17:58:33

অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বেইজিংয়ে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলোর সঙ্গে বৈঠক করেছেন।

আলোচনায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং উল্লেখ করেন, দুই পক্ষ গত অক্টোবরে চীন ও কলম্বিয়ার মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে উন্নয়নের একটি নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। 

ওয়াং বলেন, কলম্বিয়ার সঙ্গে কৌশলগত দিক দিয়ে ভারসাম্য বজায় রাখতে ইচ্ছুক চীন এবং দেশটিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এ যোগ দিতেও স্বাগত জানায়।

মুরিলো বলেন, কলম্বিয়া দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ কৌশলগত ঐকমত্য সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কলম্বিয়া বিআরআই-এর যৌথ নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক।

ওয়াং বলেন, তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান ইসুটি চীনের গৃহযুদ্ধের ইতিহাসের এমন এক ধারাবাহিতা। শেষ পর্যন্ত সম্পূর্ণ পুনর্মিলনের মাধ্যমেই এ ইসুর সমাধান হবে বলে জানান তিনি। এক-চীন নীতির প্রতি কলম্বিয়ার দীর্ঘস্থায়ী আনুগত্যের প্রশংসা করেন ওয়াং।

মুরিলো বলেন, তাইওয়ান চীনের ভূখণ্ডের অংশ এবং কলম্বিয়া এক-চীন নীতিকে দৃঢ়ভাবে মেনে চলবে এবং ইস্যুতে চীনের ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন করবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন