অক্টোবর ১১: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৭তম অধিবেশনে গতকাল (বৃহস্পতিবার) চীন, পাকিস্তান, তুরস্কসহ ৩০টি দেশের উত্থাপিত ‘সবার জন্য বাধামুক্ত মানবাধিকার উপভোগ করা’ প্রস্তাব গৃহীত হয়েছে।
জাতিসংঘের জেনেভা কার্যালয় ও সুইজারল্যান্ডের আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেন স্যু এ প্রস্তাবের খসড়া নিয়ে বলেছেন, বাধামুক্ত পরিবেশ নিশ্চিত করা মানবজাতির অগ্রগতির প্রতীক, তা সকল জনগণের সমতা, সম্পূর্ণ ও সুবিধাজনকভাবে সামাজিক জীবনযাপনে উন্নয়নের সাফল্য উপভোগ করার জন্য সহায়ক, এবং তা বিভিন্ন মানবাধিকারের সমতার গুরুত্বপূর্ণ অংশ। বাধামুক্ত পরিবেশ তৈরি কার্যক্রমের মাধ্যমে উন্নয়নের সাফল্য দিয়ে আরো বেশি লোকদের উপকৃত করা যায় এবং সমান ও সহনশীল উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হয়।
কিউবা, ডোমিনিকান এবং বেনিনের প্রতিনিধিরা তাঁদের ভাষণে বলেছেন, এ প্রস্তাব বিভিন্ন পক্ষকে প্রবেশযোগ্যতার ওপর চেতনা ও মনোযোগ জোরদার করেছে, তা সংশ্লিষ্ট খাতের আন্তর্জাতিক সহযোগিতার জন্য সহায়ক। এভাবে প্রতিবন্ধীদের, বয়স্কদের জন্য সমানভাবে সামাজিক জীবনযাপন ও মানবাধিকার উপভোগ নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, গত বছরের পয়লা সেপ্টেম্বর ‘গণপ্রজাতন্ত্রী চীনের বাধামুক্ত পরিবেশ সৃষ্টি আইন’চালু হয়েছে, তা এ খাতে চীনের প্রথম বহুমুখী আইন। চীনা প্রবীণদের জন্য ঐতিহ্যিক ‘ছোংইয়াং উত্সবে’র প্রাক্কালে জাতিসংঘের মানবাধিকার পরিষদে এ প্রস্তাব গৃহীত হওয়া চীনের প্রবীণদের মানবাধিকারের নিশ্চয়তা এবং বাধামুক্ত খাতে আন্তর্জাতিক মানদণ্ডের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।
(সুবর্ণা/হাশিম/রুবি)