অক্টোবর ১১: লাওসের ভিয়েনতিয়েনে গতকাল (বৃহস্পতিবার) পূর্ব এশিয়া সহযোগিতার নেতৃবৃন্দদের সম্মেলন চলাকালে জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে বৈঠক করেছেন।
বৈঠকে লি বলেন, চীন ও জাপানের উন্নয়ন পরস্পরের জন্য চ্যালেঞ্জ নয়, বরং সুযোগ। জাপানকে চীনের সাথে চারটি রাজনৈতিক দলিল ও মতৈক্য মেনে চলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সঠিক পথ বজায় রাখা এবং দু’দেশের রাজনৈতিক ভিত্তি সংরক্ষণ করা, অব্যাহতভাবে সংলাপ ও সহযোগিতা জোরদার করে কৌশলগত উপকারি সম্পর্ক উন্নত করবে বলে আশা করে চীন, যাতে নতুন যুগের চাহিদা মেটানো স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করা যায়।
লি আরো বলেন, চীন জাপানের সাথে নিজ নিজ প্রাধান্যকে কাজে লাগিয়ে বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন, ডিজিটল অর্থনীতি,সবুজ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরো সম্প্রসারণ করবে। রপ্তানি নিয়ন্ত্রণ সংলাপ ব্যবস্থায় যৌথভাবে শিল্পচেইন ও সরবরাহ চেইন আর বৈশ্বিক অবাধ বাণিজ্য ব্যবস্থা প্রয়োগ করবে। দু’পক্ষের উচিত আঞ্চলিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও যুবসহ বিভিন্ন খাতের বিনিময় জোরদার করা, যাতে দু’দেশের জনগণের পারস্পরি সমঝোতা ও মৈত্রী গভীরতর করা যায়।
শিগেরু ইশিবা বলেছেন, জাপান চীনের সাথে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রেখে বিভিন্ন পর্যায়ের সংলাপ করবে। বিতর্কিত ইস্যু মোকাবিলায় পরামর্শ করবে, পারস্পরিক উপকারি সহযোগিতা জোরদার করবে, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো স্থিতিশীল করা যায়। চীনের সাথে বাণিজ্যিক সহযোগিতা বিচ্ছিন্ন করতে চায় না টোকিও,তাই বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা গভীরতর করবে এবং সহযোগিতার সাফল্য দেশের জনগণকে উপকৃত করবে। জাপান, তাইওয়ান ইস্যুতে ‘জাপান-চীন যৌথ বিবৃতি’ মেনে চলবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে চীনের সাথে আদান-প্রদান জোরদার করবে।(সুবর্ণা/হাশিম/রুবি)