অক্টোবর ১১: আজ (শুক্রবার) পাকিস্তানে চীনাদের ওপর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনা সম্বন্ধে চীনের ওয়ার্কিং গ্রুপের কাজ অবহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র।
মুখপাত্র বলেছেন, ৬ অক্টোবর কাসিম কয়লা বিদ্যুৎ কেন্দ্রের গাড়িবহরের ওপর হামলায় চীনা পক্ষের হতাহত হওয়ার পর, চীন অবিলম্বে কাজ করার জন্য একটি আন্তঃ-সংস্থা ওয়ার্কিং গ্রুপ পাকিস্তানে পাঠিয়েছে। ওয়ার্কিং গ্রুপটি ৮ অক্টোবর ইসলামাবাদে পৌঁছানোর পর, দ্রুত পাকিস্তানে চীনা দূতাবাস এবং প্রাসঙ্গিক উদ্যোগের সঙ্গে ঘটনার ‘জরুরি মোকাবিলা প্রতিক্রিয়া’ চালায়। ওয়ার্কিং গ্রুপটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক পুলিশ এবং গোয়েন্দা বিভাগের প্রধানদের সাথে সাক্ষাত করেছে, পাকিস্তানকে যথাযথভাবে পরবর্তী পরিস্থিতি পরিচালনা করার দাবি জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়া এবং পাকিস্তানে চীনের কর্মী, প্রতিষ্ঠান ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে। পাকিস্তান এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং অপরাধীদের খুঁজে বের করার জন্য ব্যাপকভাবে অনুসন্ধান ও তদন্ত করছে।
পাকিস্তানে থাকাকালীন, ওয়ার্কিং গ্রুপটি মৃত্যুবরণ করা স্বদেশীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছিল, হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিল এবং কোম্পানির কর্মচারীদের প্রতি সমবেদনা জানাতে প্রকল্প ক্যাম্পেও গিয়েছিল।
(শুয়েই/তৌহিদ)