অক্টোবর ১১: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) লাওসের ভিয়েনতিয়েনে ২৭তম আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া (১০+৩) নেতাদের সম্মেলনে অংশ নেন। তিনি বলেন, চীন আসিয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশের সঙ্গে একটি শান্তিপূর্ণ, অভিন্ন সমৃদ্ধি, উন্মুক্ত ও সঙ্গতিপূর্ণ এশিয়া প্রতিষ্ঠা করার জন্য স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যেতে চায়।
তিনি আরো বলেন, চীন অব্যাহতভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে পুরোপুরিভাবে ১০+৩ ব্যবস্থায় ভুমিকা পালন করে, আঞ্চলিক কাঠামোয় আসিয়ানের কেন্দ্রীয় অবস্থানকে সমর্থন করে, অঞ্চলের দীর্ঘকালীণ সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন বেগবান করতে ইচ্ছুক। এক দিকে, ধারাবাহিকভাবে সুষ্ঠু আঞ্চলিক পরিবেশ তৈরী করে, অন্যদিকে, ধারাবাহিকভাবে আঞ্চলিক উন্নয়ন বলিষ্ঠতা উন্নীত করা। এছাড়া ধারাবাহিকভাবে আঞ্চলিক উদ্ভাবন প্রাণশক্তি উদ্দীপ্ত করা।
সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা বললেন, বিভিন্ন পক্ষের উচিত ঐক্য ঘনিষ্ঠ করে এবং কার্যক্রম সমন্বয়ন করে, বহুপাক্ষিকতা ও এশীয় অভিন্ন মূল্যে অবিচল থাকা, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা, সার্বিকভাবে “আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) কার্যকর করা, শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা স্থিতিশীলতা ও বলিষ্ঠা রক্ষা করা, হাতে হাত রেখে জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করা। এশিয়া এমনকি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বেগবান করার জন্য আরো বেশি অবদান রাখা। (প্রেমা/হাশিম/ইয়াং)