করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত চীনাদের জন্য শোক প্রকাশ করেছেন পাক প্রেসিডেন্ট
2024-10-11 21:36:17

অক্টোবর ১১: গতকাল (বৃহস্পতিবার) পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসে গিয়ে সম্প্রতি চীনা শিল্পপ্রতিষ্ঠানের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় নিহত চীনা নাগরিকদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। 


তিনি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে এ সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন, নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


তিনি বলেন, পাকিস্তান দৃঢ় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। যাতে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা যায় এবং পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা জোরদার করা যায়। 


তিনি আরও জানান, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসদমনের ব্যবস্থা জোরদার করবে। কোনোভাবেই দু’দেশের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা সহ্য করবে না। 


চীনা দূতাবাস দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা এবং পাকিস্তানে অবস্থানরত চীনা মানুষ, প্রকল্প ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিকে তাগিদ দেয়। সন্ত্রাসদমনে অব্যাহতভাবে পাকিস্তানকে সমর্থন দেবে চীন এবং একযোগে চীন-পাক বন্ধুত্ব রক্ষা করবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)