অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ানের নেতা লাই চিং-তের বিচ্ছিন্নতাবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চীন। চীনের পুনর্মিলনকে কোনো ব্যক্তি বা শক্তি থামাতে পারবে না। বৃহস্পতিবার স্টেট কাউন্সিল তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র ছেন বিনহুয়া এসব কথা বলেন। ১০ অক্টোবর তাইপেইতে লাইয়ের দেওয়া বক্তৃতার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
ছেন বলেন, লাইয়ের বক্তৃতা তথাকথিত ‘দুই রাষ্ট্র’ তত্ত্বের প্রচার অব্যাহত রেখেছে এবং ‘তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা’র ভ্রান্তি তৈরি করেছে। এতে করে ‘তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা’র প্রতি লাইয়ের একগুঁয়ে আনুগত্যই স্পষ্ট হয়েছে উল্লেখ করে মূল ভূখণ্ডের ওই মুখপাত্র বলেন—লাইয়ের কথা দ্বন্দ্বমূলক চিন্তাভাবনায় পরিপূর্ণ। তিনি বলেন, এ ধরনের উস্কানি সমস্যা তৈরি করে এবং তাইওয়ান প্রণালীজুড়ে অহেতুক উত্তেজনা বাড়ায়। এতে করে আন্তঃপ্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান ছেন।
জাতীয় পুনর্মিলনের মধ্যেই তাইওয়ান অঞ্চলের ভবিষ্যত নিহিত রয়েছে উল্লেখ করে ছেন বলেন, লাইয়ের বক্তৃতায় চীনের অংশ হিসেবে তাইওয়ানের আইনি মর্যাদা বা তাইওয়ান প্রণালীর দুটো পাশই যে এক চীনের অন্তর্গত, এ সত্য বদলে যাবে না।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন