অক্টোবর ১১: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) ভিয়েনতিয়েনে পূর্ব এশিয়ার নেতাদের সহযোগিতার ধারাবাহিক সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
লি ছিয়াং বলেন, চীন থাইল্যান্ডের সঙ্গে অধিকতরভাবে ঐতিহ্যগত মৈত্রী লালন করে, উন্নয়ন কৌশল সংযুক্তি জোরদার করতে, চীন-থাই রেলপথ নির্মাণ দ্রুততর করতে, শিল্প ইন্টিগ্রেশন উন্নয়ন বেগবান করতে, ডিজিটাল অর্থনীতি ও নতুন জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে, সাংস্কৃতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রের বিনিময় ঘনিষ্ঠতর করতে, চীন-থাই অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা আরো গভীর ও বাস্তবসম্মত করতে ইচ্ছুক, যাতে দু’দেশের জনগণের জন্য আরো বেশি কল্যাণ ডেকে আনা যাবে।
পেতংতার্ন বলেন, থাইল্যান্ড চীনের সঙ্গে উচ্চ-পর্যায়ের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা গভীরতর করতে, বহুপাক্ষিক সমন্বয়ন জোরদার করতে, থাই-চীন অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা বেগবান করতে চায়।
(প্রেমা/হাশিম/ইয়াং)