তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
2024-10-11 19:02:04

অক্টোবর ১১: তিনটি মার্কিন সামরিক অস্ত্র প্রতিষ্ঠান এবং দশজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আজ (শুক্রবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র আবারও তাইওয়ান অঞ্চলে বড় পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছে। যা গুরুতরভাবে এক-চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতাহার লঙ্ঘন করেছে। এটা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার ক্ষতি করেছে। গণপ্রজাতন্ত্রী চীনের বিদেশি নিষেধাজ্ঞা-বিরোধী আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী, চীন মার্কিন সামরিক-শিল্প উদ্যোগ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পরিচালকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

মুখপাত্র আরো বলেন, তাইওয়ান ইস্যু হল চীনের মূল স্বার্থের কেন্দ্রীয় বিষয় এবং চীন-মার্কিন সম্পর্কের প্রথম অনতিক্রম্য লাল রেখা।

চীন যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইশতাহার আন্তরিকভাবে মেনে চলা, তাইওয়ানকে যে কোনো উপায়ে অস্ত্র দেওয়া বন্ধ করা এবং ‘তাইওয়ানের স্বাধীনতায়’ সমর্থন বন্ধ করার তাগিদ দেয়। চীন জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন মুখপাত্র।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)