বিশ্ব কৃষি প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন-২০২৪ বেইজিংয়ে আয়োজিত
2024-10-11 21:50:12


অক্টোবর ১১: বিশ্ব কৃষি প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন-২০২৪ আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজন করা হয়েছে। এ সম্মেলন বিজ্ঞানী ও উদ্যোক্তাদের মধ্যে একটি সংলাপের মঞ্চ সৃষ্টি করেছে। এতে বিশ্বের কৃষি খাতের সুফল, উচ্চ মানের প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হবে। 


এবারের সম্মেলনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্বের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৩০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের সংখ্যা ৮ শতাধিক হয়েছে। 


৩ দিনের সম্মেলনে বিশ্ব কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের শীর্ষ সম্মেলনসহ মোট ৫টি বিশেষ সম্মেলন আয়োজন করা হবে। 


এ ছাড়া, সম্মেলনে অব্যাহতভাবে বিশ্ব কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হবে। এতে বিশ্বের কৃষি খাতের সুফল, উচ্চ মানের প্রযুক্তি, অগ্রসর অবস্থা এবং উচ্চ মানের প্রকল্প ও  উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)