অক্টোবর ১১: গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত দুইজন চীনা নাগরিকের মৃতদেহের শেষবিদায় অনুষ্ঠান পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয়।
করাচিতে নিযুক্ত চীনের জেনারেল কাউন্সিলর ইয়াং ইয়ুন তুং, পাকিস্তানে চীনের কর্মগ্রুপের সব সদস্য এবং পাকিস্তানের বেশ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তা এতে অংশ নিয়েছেন।
চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা তাদের বক্তৃতায় নিহতদের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। চীন পাকিস্তানকে দ্রুত সত্য খুঁজে বের করা, খুনিদের কঠোর শাস্তি দেওয়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করা এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে চায়।
পাকিস্তান বলেছে যে, তারা যেকোনো মূল্যে অপরাধীদের বিচারের আওতায় আনবে এবং পাকিস্তানে চীনা কর্মীদের নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)