অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক: সিনচিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পস (এক্সপিসিসি)-এর ছাওহু প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার এ দলের নেতৃত্ব দেন চীনা ভাইস প্রিমিয়ার হ্য লিফেং।
এ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। পরিদর্শনে গিয়ে এর সামগ্রিক পরিকল্পনা, লক্ষ্য এবং নির্মাণের অগ্রগতি নিয়ে বিশদ প্রতিবেদন শোনেন প্রতিনিধিরা।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং উল্লেখ করেছেন, নির্মাণটি উচ্চ গুণমান এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করা উচিত।
সিনচিয়াংয়ে শিল্পের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত উন্নয়নের কথা বিবেচনা করা উচিত বলেও জানান ভাইস প্রিমিয়ার। সেই সঙ্গে শিল্প, শিক্ষা, গবেষণা ও উৎপাদনের একটি সমন্বিত বিকাশের বিন্যাস তৈরিতেও জোর দেন তিনি।
দক্ষিণ সিনচিয়াংয়ের অর্থনীতি ও সমাজের উচ্চমানের উন্নয়নের জন্য একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ এবং উদ্ভাবনী পরিবেশ তৈরি করা উচিত বলেও জানান হ্য লিফেং।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি