অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক : তৃতীয়বারের মতো উচ্চ-কক্ষপথে ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমের সিছুয়ান প্রদেশের সিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
বেইজিং সময় রাত ৯ টা ৫০ মিনিটে লং মার্চ-৩বি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। এটি সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এটি লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৮ তম ফ্লাইট মিশন।
নাহার/ ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া