অক্টোবর ১১, সিএমজি বাংলা ডেস্ক: স্থিতিশীল ও ইতিবাচক সম্পর্কের গতিকে আরও সুসংহত করতে, কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াতে এবং পারস্পরিক উপকারী সহযোগিতা জোরদার করতে ইইউর সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন এ কথা।
শুক্রবার লাওসের ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত পূর্ব এশিয়া সহযোগিতা বিষয়ক নেতাদের বৈঠকের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে বৈঠকে লি ছিয়াং এ মন্তব্য করেন।
আগামী বছর চীন-ইইউ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীকে অতীত ও ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে অভিহিত করে লি বলেন, চীন উভয় পক্ষের জনগণের মঙ্গল এবং বিশ্ব শান্তি এগিয়ে নেওয়ার জন্য আরও অবদান রাখতে প্রস্তুত।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন