দুর্গোৎসবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিল চীন
2024-10-11 21:02:55

অক্টোবর ১১, সিএমজির বাংলা ডেস্ক: বাংলাদেশের শারদীয় দুর্গোৎসবে ভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিল চীন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বার্তা দেয় বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।


ফেসবুক বার্তায় উল্লেখ করা হয়, এবারের শারদীয় দুর্গোৎসব বাংলাদেশ ও চীনের জনগণের জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানো হয়।


বুধবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় দুর্গোৎসব। পঞ্জিকা মতে, এবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা হবে।


ঢাকেশ্বরী, রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী, রামকৃষ্ণমিশন, জয়কালীমন্দিরসহ দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। 


নাহার/ফয়সল 

তথ্য ও ছবি: চীনা দূতাবাস