অক্টোবর ১০, সিএমজি বাংলা ডেস্ক : সার্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর নিসের কনস্টানটাইন দ্য গ্রেট বিমানবন্দর নির্মাণ ও আধুনিকীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চীন ও সার্বিয়া। বুধবার চীনের শানতোং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে সার্বিয়ার বিমানবন্দর।
এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বিয়ার নির্মাণ, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী গোরান ভেসিক, জনপ্রশাসন ও স্থানীয় সরকারের মন্ত্রী জেলেনা জারিক কোভাসেভিক এবং সার্বিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি মিং।
গোরান ভেসিকের জানান, এই প্রকল্পতে ১৫৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রানওয়ের পুনর্বাসন, বিমান পার্কিং প্ল্যাটফর্মের সম্প্রসারণ, নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ, পুরনো স্থাপনা ভেঙে ফেলা এবং নতুন কন্ট্রোল টাওয়ার নির্মাণ।
সার্বিয়ার নির্মাণ, পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় বলছে, এই বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হবে ২০২৭ সালে।
নাহার/শান্তা