১৫ অক্টোবর শুরু হবে ১৩৬তম ক্যান্টন ফেয়ার
2024-10-10 22:47:12


অক্টোবর ১০: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে ১৩৬তম ক্যান্টন ফেয়ার।


জানা গেছে, এবারের ক্যান্টন ফেয়ারে প্রদর্শনী এলাকার মোট আয়তন ১৫.৫ লাখ বর্গমিটার। সরাসরি ৩০ হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। এর মধ্যে রপ্তানি প্রদর্শনী এলাকায় মোট ২৯.৪ হাজার শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। যা গতবারের চেয়ে আটশ’ বেশি। এবার নতুন অংশগ্রহণকারী শিল্প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৪.৬ হাজার।


সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মেলায় নতুন পণ্যের সংখ্যা সাড়ে ১১ লাখ, সবুজ পণ্যের সংখ্যা ১০.৪ লাখ এবং স্বাধীন মেধাস্বত্ত্বের পণ্যসংখ্যা ১১.১ লাখ। যা গতবারের চেয়ে অনেক বেড়েছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)