সিপিপিসিসি’র সম্মেলনে সাংস্কৃতিক কাজের ওপর গুরুত্বারোপ করা হয়
2024-10-10 19:29:22

অক্টোবর ১০: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চতুর্দশ জাতীয় কমিশনের স্থায়ী কমিটির নবম পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করা হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং এতে উপস্থিত ছিলেন। সিপিপিসিসি’র ১৪জন সদস্য এতে ভাষণ দিয়েছেন।

সদস্যরা মনে করেন, সিপিপিসিসি প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে আয়োজিত  সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর ভাষণ নতুন যুগে, নতুন যাত্রায় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কাজের উচ্চ মানের উন্নয়নের জন্য দিকনির্দেশনা দিয়েছে। ভাষণে সদস্যরা ‘সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা জোরদার করা এবং সমাজতান্ত্রিক সংস্কৃতির নতুন সূচনা উন্মোচন করার বিষয়ে প্রস্তাব দিয়েছেন এবং আলোচনা করেছেন।

সবাই মনে করেন যে, চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক সংস্কৃতির নির্মাণ জোরদার করতে হবে, কার্যকরভাবে নতুন যুগের সাংস্কৃতিক কর্তব্য পালন করতে হবে, সামাজিক সভ্যতার মান বাড়াতে হবে, গণ-সাংস্কৃতিক সেবা ব্যবস্থা সুসংহত করতে হবে এবং গণ-সাংস্কৃতিক সেবার মান উন্নত করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)