অক্টোবর ১০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে, দক্ষিণ চীন সাগরকে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার সাগরে পরিণত করতে আসিয়ান দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন।
তিনি বলেন, চীন ও আসিয়ান দেশগুলির যৌথ প্রচেষ্টায়, দক্ষিণ চীন সাগর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চীন বরাবরই ঐতিহাসিক তথ্য ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে প্রাসঙ্গিক দেশগুলির সঙ্গে সমুদ্র-সম্পর্কিত মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করার বিষয়ে জোর দিয়েছে। একই সময় চীন দৃঢ়ভাবে নিয়ম লঙ্ঘন ও উসকানির বিরোধিতা করে এবং দৃঢ়ভাবে তার আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করে।
মুখপাত্র বলেন, দক্ষিণ চীন সাগরে ‘দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট পক্ষের আচরণবিধি ঘোষণা’ কার্যকরভাবে বাস্তবায়ন করতে এবং দক্ষিণ চীন সাগরে আচরণবিধির বিষয়ে সক্রিয় পরামর্শ দিতে আসিয়ান দেশগুলোর সাথে কাজ করবে চীন।
(জিনিয়া/তৌহিদ/ফেই)