‘অষ্টম চীন অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার মেলা’ সানতুং প্রদেশে অনুষ্ঠিত হবে
2024-10-10 19:28:08

অক্টোবর ১০: ‘অষ্টম চীন অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার মেলা’ ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চীনের সানতুং প্রদেশের চিনান শহরে অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে।

মেলাটি চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার খাতের প্রভাবশালী মেলা হিসেবে এটি এর আগে সাতবার অনুষ্ঠিত হয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)