অক্টোবর ১০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে গভীর উদ্বিগ্ন চীন।
মুখপাত্র বলেন, চীন তীব্র দ্বন্দ্ব ঘটানো ও সংঘাত বিস্তারের বিরোধিতা করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর ভিত্তিতে যুক্তিপূর্ণ ও দায়িত্বশীল মনোভাব নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য সব পক্ষকে আহ্বান জানায়। আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে প্রভাবশালী প্রধান দেশগুলোর উচিত পরিস্থিতির আরও অস্থিতিশীলতা রোধে গঠনমূলক ভূমিকা পালন করা।
(জিনিয়া/তৌহিদ/ফেই)