সিনচিয়াংয়ের ছাওহু প্রকল্প পরিদর্শনে চীনা উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং
2024-10-10 11:40:53

অক্টোবর ১০: চীনের সিনচিয়াং কনস্ট্রাকশন গ্রুপের ছাওহু প্রকল্প এলাকায় গতকাল (বুধবার) পরিদর্শন করেছেন উপপ্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের প্রধান হ্য লি ফেং ও সদস্যরা।

উচ্চশিক্ষা প্রকল্পের নির্মাণ এলাকায় হ্য বলেন, প্রকল্পের পরিকল্পনা অনুসারে কার্যকর ও গুণগত মান বজায় রেখে  নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে, সিনচিয়াংয়ের শিল্প বাস্তবতা ও ভবিষ্যত উন্নয়নের প্রবণতা বিবেচনা করে প্রতিযোগিতামূলক পড়াশোনার বিভাগ স্থাপন করা জরুরি। শিল্প, উত্পাদন ও গবেষণার একীকরণ উন্নয়ন কাঠামোতে সিনচিয়াংয়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উচ্চমানের দক্ষ পেশাদার ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া জরুরি।

ছাওহু অর্থনৈতিক উন্নয়ন এলাকা পরিদর্শনকালে হ্য বলেন, সংশ্লিষ্ট সরকারি বিভাগ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিযোগিতা দক্ষতার উন্নয়নে সমর্থন দিতে হবে, বহুমুখী দক্ষতার উন্নয়নে দেশি-বিদেশি বাজার সম্প্রসারণ করতে হবে। সুষ্ঠু পুঁজি বিনিয়োগকারী ও উদ্ভাবনী পরিবেশে সিনচিয়াংয়ের দক্ষিণাঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উচ্চ-গুণমানের উন্নয়ন বাস্তবায়ন করতে হবে।

(সুবর্ণা/হাশিম/রুবি)