অক্টোবর ১০: আজ (বৃহস্পতিবার) পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, ৬ অক্টোবর চীনা শিল্পপ্রতিষ্ঠানের গাড়িবহরের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার উপর পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সমাজের নানা মহলের মানুষ তীব্র নিন্দা জানিয়েছে।
৭ অক্টোবর পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং নিহত চীনা নাগরিকদের জন্য গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জানান, পাকিস্তান-বিরোধী লোক দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নষ্ট করতে চায়। তাদের আইনের আওতায় আনতে কার্যকর ব্যবস্থা নেবে পাক সরকার।
৭ অক্টোবর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশেষ করে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন। তিনি জানান, পাকিস্তানে অবস্থানরত চীনাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে পাক সরকারের দায়িত্ব। হামলাটি মানুষকে দুঃখ দিয়েছে। পাকিস্তান এ সন্ত্রাসী আচরণের তীব্র নিন্দা জানায়। পাকিস্তান হত্যাকারীদের আইনের আওতায় আনবে এবং পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা জোরদার করবে। পাক-চীন লৌহকঠিন বন্ধুত্ব নষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত ষড়যন্ত্র ধ্বংস করবে পাকিস্তান।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)