অক্টোবর ১০: সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্থায়ী উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্যাম্পবেলের মন্তব্যের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন কর্মকর্তাদের প্রাসঙ্গিক মন্তব্যটি শীতল যুদ্ধের জিরো-সাম গেমের মানসিকতা এবং আমেরিকান আধিপত্যবাদে পরিপূর্ণ। এর লক্ষ্য হল ‘চীনা হুমকি’ প্রচার করা এবং চীনকে দমন করার একটি অজুহাত বানানো। চীন-মার্কিন সম্পর্কের কিছু প্রতিযোগিতামূলক কারণ রয়েছে, কিন্তু সমগ্র চীন-মার্কিন সম্পর্কের উপর ‘প্রতিযোগিতাকে’ প্রাধান্য দেওয়া যাবে না।
মুখপাত্র বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে এবং জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থাকে তার মূলে রাখতে এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়ম সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিপরীতে, যুক্তরাষ্ট্র পুরানো স্নায়ুযুদ্ধের স্বপ্নে আচ্ছন্ন এবং একমুখী আধিপত্যে আচ্ছন্ন; যা আন্তর্জাতিক ব্যবস্থায় বিশৃঙ্খলার সবচেয়ে বড় কারণ। চীন বিশ্বাস করে যে, বৃহত্ শক্তিগুলির মধ্যে প্রতিযোগিতা সময়ের প্রবণতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তা যুক্তরাষ্ট্রের সমস্যা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধান করতে পারে না। তথাকথিত ‘চীনা হুমকি’ অতিরঞ্জিত করে বিশ্বকে প্রতারিত করা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন।
(জিনিয়া/তৌহিদ/ফেই)