অক্টোবর ১০: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৭তম অধিবেশন গতকাল (বুধবার) পরামর্শের মাধ্যমে ‘বেইজিং ঘোষণা’ ও ‘কার্যক্রম’ গৃহীত হবার ৩০তম বার্ষিকী স্মরণে চীন, ডেনমার্ক, ফ্রান্স, কেনিয়া ও মেক্সোর পক্ষ থেকে যৌথভাবে উত্থাপিত একটি প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটি ব্যাপক সমর্থন পায়। মোট ১১২টি দেশ এতে অংশ নেয়।
প্রায় ৩০ বছর আগে, বেইজিং চতুর্থতম বিশ্ব নারী সম্মেলনে ‘বেইজিং ঘোষণা’ ও ‘কার্যক্রম’ গৃহীত হয়। এটি বিশ্ব নারী ক্যারিয়ার উন্নয়নের মাইলফলক। ৩০ বছরে, বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবস্থান স্পষ্টভাবে বেড়েছে, কিন্তু সার্বিকভাবে ‘বেইজিং ঘোষণা’ কার্যকর করতে এখনও চ্যালেঞ্জ রয়েছে। প্রস্তাবটির লক্ষ্য হলো ‘বেইজিং ঘোষণা’ চেতনা পুনরুজ্জীবন করা, যা বিভিন্ন পক্ষের দ্রুততার সাথে লিঙ্গ সমতা বাস্তবায়ন করা এবং সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলার আকাঙ্ক্ষার প্রতিফলন। (প্রেমা/হাশিম/ছাই)