ঐতিহ্যবাহী ছুং ইয়াং উত্সবে দেশের প্রবীণদের প্রতি সি চিন পিং-এর শুভেচ্ছা
2024-10-10 17:26:11


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দেশের ঐতিহ্যবাহী ছুং ইয়াং উত্সব অর্থাত্ প্রবীণ দিবসের প্রাক্কালে দেশের প্রবীণদের শুভেচ্ছা জানিয়েছেন।

চীনের জাতীয় বৃদ্ধ কমিশনের উদ্যোগে আয়োজিত প্রবীণ স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের জবাবি চিঠিতে তিনি আশা প্রকাশ করেন যে, বহু বছর ধরে সবাই সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক পরিষেবা কাজে অংশ নিয়েছেন। নিজের সুবিধা কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে জনসেবা করেন এবং নতুন যুগে চীনা প্রবীণদের ভালো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন।

 

চিঠিতে তিনি জোর দিয়ে বলেন যে, বয়স্করা সিপিসি এবং দেশের মূল্যবান সম্পদ। তিনি আশা করেন, ব্যাপক বয়স্ক মানুষ সুস্থ মানসিক অবস্থায় চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নে নিজের শক্তি যোগাতে পারবেন। সব স্তরের সিপিসি কমিটি এবং সরকারগুলোকে অবশ্যই বয়স্ক-সংশ্লিষ্ট কাজে খুব গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, বয়স্কদের জরুরি, কঠিন ও উদ্বেগজনক বিষয়ে ফোকাস করতে হবে, নীতি ও ব্যবস্থাগত উন্নতি করতে হবে, একটি ভাল সামাজিক পরিবেশ তৈরি করতে হবে এবং  তাদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে।

 

‘সিলভার এজ অ্যাকশন’ হল একটি বয়স্ক স্বেচ্ছাসেবক সেবা কার্যক্রম যা ২০০৩ সালে দেশের জাতীয় বৃদ্ধ কমিশন চালু করেছে। এটি মূলত অনুন্নত অঞ্চলে সহায়তা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বয়স্ক বিশেষজ্ঞ এবং অধ্যাপকদের সংগঠিত করে। এখন পর্যন্ত, ৭০ লাখেরও বেশি বয়স্ক স্বেচ্ছাসেবক সারা দেশে ‘সিলভার এজ অ্যাকশনে’ অংশগ্রহণ করেছে এবং ৪ হাজারেরও বেশি সহায়তা প্রকল্প ‘সিলভার এজ অ্যাকশন’ প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)