অক্টোবর ১০: কায়েস সাইদ আবারও তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় গতকাল (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অভিনন্দন জানিয়েছেন।
সি চিন পিং জানান, চীন-তিউনিসিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, দু’পক্ষের অভিন্ন দিক-নির্দেশনায় দু’দেশের সম্পর্ক স্বাস্থ্যকর ও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। নানা খাতে সহযোগিতা কার্যকর হচ্ছে এবং ঐতিহাসিক বন্ধুত্ব অব্যাহতভাবে গভীর হচ্ছে। গত মে মাসে কায়েস সাইদের চীন সফরের কথা উল্লেখ করে সি চিন পিং বলেন, সে সময় দু’নেতা দু’দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক নির্মাণের ঘোষণা করেছেন। যা দু’দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করেছে।
প্রেসিডেন্ট সি দু’দেশের সম্পর্ক উন্নয়নে অনেক গুরুত্ব দেন। এ বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে, দু’দেশের বন্ধুত্ব অব্যাহতভাবে উন্নত করা এবং নানা খাতের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে চান সি চিন পিং। একযোগে দু’দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাও করেন চীনা প্রেসিডেন্ট।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)