অক্টোবর ১০: গত ৭ অক্টোবর চীন ও জাম্বিয়ার শিল্পপ্রতিষ্ঠান জাম্বিয়ার প্রেসিডেন্ট ভবনে টিকা উৎপাদন কারখানা-বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দু’পক্ষ যৌথভাবে জাম্বিয়ায় প্রথম কলেরা ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট নির্মাণ করবে।
জাম্বিয়ার প্রেসিডেন্ট, দেশটির স্বাস্থ্যমন্ত্রী, দেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট দু’দেশের শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেছেন।
দীর্ঘমেয়াদে দু’দেশের বাস্তব সহযোগিতার জন্য চীন সরকার যে বড় সমর্থন দিয়েছে, তার প্রতি জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা ধন্যবাদ প্রকাশ করেছেন। এ ছাড়া প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ধারণারও অনেক প্রশংসা করেছেন তিনি।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)